Facebook Bio Status

রাজ মাসুদ ফরহাদের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব


তথ্যপ্রযুক্তিবিদ, কবি ও সম্পাদক রাজ মাসুদ ফরহাদের কাব্যগ্রন্থ ‘জলের ফুল’ ও ‘বিভাসিত রক্তগোলাপ’র প্রকাশনা উৎসব এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ আয়োজন করে কাব্যগ্রন্থ দুটির প্রকাশক প্রতিকথা প্রকাশনা।

শব্দ ও ভাবের আবেশে মোড়ানো এ প্রকাশনা উৎসবে উদ্বোধক ছিলেন কবি শাহীন রেজা। প্রধান অতিথি ছিলেন কবি রেজা উদ্দিন স্টালিন। প্রধান আলোচক ছিলেন ড. কাজল রশীদ শাহীন। বিশেষ আলোচক ছিলেন লেখক প্রবাল আহমেদ। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশক হানিফ রাশেদীন।

কবি শাহীন রেজা বলেন, ‘কবি রাজ মাসুদ ফরহাদের ‘বিভাসিত রক্তগোলাপ’র কবিতাগুলো দুই-তিন লাইনের হলেও অনেক শক্তিশালী, গভীর ভাব ও বোধের উদ্রেক করে। মানুষ কিভাবে দেশের বাহিরে থেকে দেশকে, মাটিকে ভালোবাসতে পারে, রাজ তার উদাহরণ। তার ‘বিভাসিত রক্তগোলাপ’ কাব্যগ্রন্থে শব্দ নিয়ে খেলা করার বিশেষ আকুতি আছে।’

ড. কাজল রশীদ শাহীন বলেন, ‘রাজ মাসুদ ফরহাদ তার কাব্যগ্রন্থদ্বয়ে কবিতার আঙ্গিকে গল্প বলেছেন। যে গল্প সময়ের কথা বলেছে, যে গল্পের ভেতরে অতীত কথা বলেছে। আবার কখনো কবিমনে ক্রোধ, আবেগ ও ভালোবাসার কথা বলেছে। তার প্রথম দুটি কাব্যগ্রন্থের মাধ্যমে কবিতাঙ্গণে শক্তিশালী পদচারণার সূচনা করেছেন।’

কবি রেজা উদ্দিন স্টালিন বলেন, ‘ফরহাদের বই দুটি প্রথম। তিনি বেশ প্রস্তুতি নিয়ে এসেছেন বলে মনে হয়। পাঠককে আকৃষ্ট করার মতো একটা শক্তি আছে। দেশমাতৃকার টানে বারবার দেশের মাটির সংস্পর্শে আসার গুরুত্ব একজন কবির জীবনে অনেক। আশা করি তিনি দেশের টানে, মা ও মাটির টানে সব সময় দেশে আসবেন।’

মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘দেশ থেকে দূরে থেকেও দেশের প্রতি যে আবেগ-ভালোবাসা কবিমনে বিচরণ করে; তারই ভাবধারা পুষ্ট হয়েছে এ দুটি কাব্যগ্রন্থে।’

কবি রাজ মাসুদ ফরহাদ আলোচনা করতে গিয়ে কবিতা প্রকাশের অনুভূতি ও প্রেরণা নিয়ে কথা বলেন। তিনি জানান কোন কোন কবির অনুপ্রেরণায় কবিতা লিখতে উদ্বুদ্ধ হন। কী ধরনের কবিতা পড়তে ও লিখতে বেশি পছন্দ করেন। কবিতার মাধ্যমে ব্যক্তিগত অনুভূতিকে শৈল্পিকভাবে প্রকাশের ধরন নিয়েও আলোচনা করেন। তিনি আশা করেন তার কবিতা বাংলা সাহিত্যে নতুন ভাষার সূচনা করবে। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রেজওয়ানুল কবির সুমন, ফারজানা এ্যালি, কবি আবু নাসিব। উপস্থিত ছিলেন কবি আবিদ আজম, কবি অনিরুদ্ধ দিলওয়ার, অভিনেতা জাহিদ, কবি মাহমুদ নোমান, নাজিবা ওয়াজিহা মাহবুব, সেলিম আহমেদ, মাযহারুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button