Facebook Bio Status

রাজশাহীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু


 

রাজশাহীর পবায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মুরারিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক শামীম ওসমান (২৮) ও আরোহী সাদ্দাম আলী (৩০)।

শামীম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদ শিকারি খাসের হাটের মানিক আলীর ছেলে ও সাদ্দাম একই উপজেলার তেলকুপির সেন্টু আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে শামীম ও সাদ্দাম আলী মোটরসাইকেলে করে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে পাথর বোঝাই একটি ট্রাক রাজশাহীর দিক থেকে আসছিল। পথিমধ্যে মুরারিপুর কালুর ডাইং এলাকায় ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুই আরোহী ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কোনো একটা কারণে মোটরসাইকেলচালক তার লেন ছেড়ে ভুল লেনে চলে এসেছিলেন। তাদের দুজনই ঘটনাস্থলে মারা যান। স্থানীয় জনতা ট্রাক আটকে রেখেছে। তবে চালক কৌশলে পালিয়ে যান।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button