Status

রাজশাহীতে ছাত্রলীগ কর্মী আটক

রাজশাহীর মোহনপুরে ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার করিশা গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আ.খ.ম. শামসুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল নোমান তৎকালীন সময় বাবার ক্ষমতা ও নিজে ছাত্রলীগের সক্রিয় কর্মী হওয়ায় স্থানীয় জনতাদের ভোট প্রদানে বাধা দেয়। এলাকার লোকজনকে নানান ভাবে ভয় দেখিয়ে চাঁদাবাজি করতো। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সাথে সু-সম্পর্ক রেখে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করাসহ নিজে মাদক সেবন করতেন।
এছাড়া তিনি থানার মহিলা পুলিশদের ইফটিজিং করার পরেও স্থানীয় এমপি তাকে রক্ষা করেছিলেন। তার বাবা ও নোমান বাহিরে পলাতক থাকার পর এলাকায় আসলে, স্থানীয় জনতা মোহনপুর থানাকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে তৎকালিন সময় অনেক অপরাধের তথ্য পাওয়া গেছে। তাকে আমরা সু-নির্দিষ্ট প্রমানের ভিত্তিতে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত এ ছাত্রলীগের সক্রিয় কর্মীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Source link

Back to top button