Status

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

রাজবাড়ীতে মোটর সাইকেল ও দ্রুতগতির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জুয়েল মন্ডল নামে এক শিক্ষানবীশ আইনজীবির মৃত্যু হয়েছে। নিহত জুয়েল মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুরাপাড়া এলাকার নাজিমউদ্দিন মন্ডলের ছেলে। মঙ্গলবার বিকেলে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

 

এ ঘটনায় নিহত জুয়েল মন্ডলের বন্ধু একই এলাকার বাসিন্দা জনাব মন্ডলের ছেলে রেজাউল মন্ডল গুরুতর আহত হয়েছে। তিনি বর্তমানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে শিক্ষানবীশ আইনজীবি জুয়েল মন্ডল ও রেজাউল একটি মোটর সাইকেলে রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলো। এ সময় তারা সোনাপুর মোড় এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগতির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের চালক ও আরোহী দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

 

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) হারুন অর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জুয়েল মন্ডলকে কালুখালী থেকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। রাত ১১ টার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। এ ব্যপারে পরবর্তী আইনগত ব্যাবস্থা চলমান রয়েছে।

Source link

Back to top button