
রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুরে জোহরা ও বেলগাছি রেল স্টেশনে অজ্ঞাতনারী সহ দুই নারীর মৃত্যু হয়েছে। জোহরা রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের রহম বেপারীর মেয়ে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেলগাছি রেল স্টেশনে অজ্ঞাত নারীর ও বুধবার বিকেলে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা ও তার দুটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রেললাইনের পাশে তিনটি ছাগল বাঁধা ছিল। ট্রেন আসার সময় এগুলো আনতে গিয়ে জোহরা দেখেন ছাগলের দড়ি রেললাইনের সাথে প্যাঁচ লেগেছে। তিনি দ্রুত দড়ি ছাড়াতে রেললাইনের ওপরে যান। তখন ট্রেন চলে এলে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তার দুটি ছাগলও ট্রেনের নিচে পড়ে মারা যায়।
খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান বলেন, বেলগাছি রেলস্টেশনের পুর্বদিকে গাছের নিচে বসে ছিলেন। উঠে রেললাইন পার হতেই ট্রেনে ধাক্কালেগে মারা যান এক বৃদ্ধা। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রেললাইনের উপর থেকে ছাগল আনতে গিয়ে এক নারী ট্রেনের ধাক্কায় মারা যায়। বেলগাছি রেল স্টেশনের পাশে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আইনী প্রক্রিয়া শেষে জোহরার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অজ্ঞাতনামা নারীর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।