রাজধানীর আরামবাগে প্রিন্টিং প্রেসে আগুন

রাজধানীর মতিঝিল এলাকার আরামবাগ নটরডেম কলেজের পাশে একটি প্রিন্টিং প্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

রাফি আল ফারুক বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল নটরডেম কলেজের পাশে বিসমিল্লাহ নামে একটি প্রিন্টিং প্রেসে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

 

তিনি বলেন, আগুন কীভাবে লেগেছে এখনো বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রিন্টিং প্রেসের ভেতরে ওয়েলডিংয়ের কাজ চলছিলো সেখান থেকে এ আগুনের সূত্রপাত।

Source link

Exit mobile version