Facebook Bio Status

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু


রাজধানীর কামরাঙ্গীরচর থানার ব্যাটারি ঘাট এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তারেক মিয়া (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় হাসান (২৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী মো. সজল বলেন, সকালের দিকে তারেক হাসান নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ এর তারে শক খেয়ে নিচে পড়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তারেককে মৃত্যু ঘোষণা করেন। হাসান নামের একজন চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button