রাজধানীতে দুই হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার


রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকা থেকে আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের দুই হাজার পিস ইয়াবাসহ শেখ মহিউদ্দিন আজম ওরফে আজম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন সকালে শনিরআখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানকালে মাদক কারবারি মহিউদ্দিনকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার মহিউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। সে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version