Facebook Bio Status

রাজধানীতে ‘কান কাটা’ গ্রুপের ‘ড্যান্ডি রাকিব’ গ্রেফতার


কিশোর গ্যাং কান কাটা গ্রুপের অন্যতম হোতা রাকিব ওরফে ড্যান্ডি রাকিবকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. সাইদুর রহমান শেখ এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর পল্লবী, কালশী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এর মধ্যে অন্যতম কিশোর গ্যাং কান কাটা গ্রুপ। প্রতিপক্ষ গ্রুপের সদস্যদের কারও সঙ্গে মতের অমিল হলে তাদের উপর আক্রমণ করে কান কেটে দেওয়ার অভিযোগ আছে এ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে। গ্রুপটির ১০-১৫ জন সক্রিয় সদস্য রয়েছে।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানার সিরামিক রোড, কালশীসহ আশপাশের এলাকায়
জমি দখল, মাদক ব্যবসা, ইভটিজিং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

চিহ্নিত এসব বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘কান কাটা গ্রুপ’র বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ গ্রুপের ড্যান্ডি রাকিবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. সাইদুর রহমান শেখ।

টিটি/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button