রাজধানীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


রাজধানীর কলাবাগান থানাধীন ক্রিসেন্ট রোড এলাকার একটি বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০১ মার্চ) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস জানান, আমরা খবর পেয়ে কলাবাগান ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসার চারতলার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন ঘুমের ওষুধ খেয়েও ঘুমিয়েছেন। হতাশাগ্রস্থ হয়ে হলুদ রংয়ের প্লাস্টিকের লাইলনের রশি দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নেন। পরে আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।

নিহত টাইটাস হিল্লোল রেমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন রামপুরা গ্রামের লিডিং স্টোন রেমার সন্তান। বর্তমানে তিনি কলাবাগানে ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসার ৪তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন। নিহত দুই কন্যার জনক ছিলেন।

কাজী আল-আমিন/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version