
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর সাবেক সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। এদিকে বিভিন্ন সংগঠনের নেতারা নতুন চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ এর ৪(২) ধারা অনুযায়ী প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে তিনি এ পদে থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
প্রকৌশলী সমাজের প্রিয় নেতা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) -এর প্রেসিডেন্ট, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) -এর সাবেক সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এর সম্মানিত চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নেতারা।
তারা জানান,আশাকরি সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিত্ব প্রকৌশলী রিজু ভাইয়ের হাত ধরে রাজউক এর সেবার মান উন্নয়ন হবে ইনশাআল্লাহ।