রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের রেকর্ড সংগ্রহ

ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিলেন রাচিন রাভিন্দ্রা ও কেন উইলিয়ামসন। ঝড়ো ব্যাটিংয়ে সময়ের দাবি মেটালেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। দক্ষিণ আফ্রিকার বোলারদের তুলোধুনা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান তুলেছে কিউইরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
আগের কীর্তিটি অস্ট্রেলিয়ার। চলতি আসরেই গ্রুপ পর্বে ইংল্যান্ডের করা ৩৫১ রান তাড়ায় ৩৫৬ রান করেছিল অজিরা।
সব মিলিয়ে আইসিসির নক আউট পর্বে এর চেয়ে বেশি সংগ্রহ আছে কেবল দুটি। ২০২৩ বিশ্বকাপে ওয়েংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৭ রান তোলে ভারত। এর আগে ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৬ উইকেটে ৩৯৩ রান ছিল আগের সর্বোচ্চ।
১০১ বলে ১৩টি চার ও ১ ছক্কায় ১০৮ রান করেন রাচিন। ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান উইলিয়ামসনের। মিচেল ৩৭ বলে ও ফিলিপস ২৭ বলে করেন সমান ৪৯ রান করে।
৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি। ২টি নিয়েছেন কাগিসো রাবাদা। তবে দুজনেই রান দিয়েছেন ওভারপ্রতি সাতের উপরে।
৪৭ বলে ৪৮ রানের উদ্বোধনী জুটির গড়ে আউট হন উইল ইয়াং। এরপর রাচিন-উইলিয়ামসন জুটি থেকে আসে ১৫৪ বলে ১৬৪ রান। এই জুটিই গড়ে দেয় বড় সংগ্রহের ভিত।