Status

রাউজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ৫ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ন্যায্য মূল্যে পণ্য ও সেবা নিশ্চিতকরণ,দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণের নিমিত্তে রাউজান সদর ফকিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।(২মার্চ বিকালে রবিবার) মোবাইল কোর্ট পরিচালনা করেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।এ সময় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখা এবং মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে বিভিন্ন ব্যবসায়ীকে ০৫ টি মামলায় মোট ৫হাজার৫শ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা কালে রাউজান থানার এস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপত্তা খাদ্য পরিদর্শক আতিকুর রহমান উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু মজুতদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা সংবাদ মাধ্যমকে অবহিত করেন।

Source link

Back to top button