রাউজানে অবৈধভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

রাউজানের হলদিয়া ইউনিয়নের হচ্ছারঘাট অংশে সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুবাহী চাঁদের গাড়ি জব্দ করে চালককে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে রাউজান আমির হাট ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে বালু পরিবহন চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে।

 

 

অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

 

 

তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। অপরদিকে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বাজার মনিটরিং করেন তিনি।

 

 

 

এ সময় আমির হাট বাজারে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখায় ২ ব্যবসায়ীকে ২ টি মামলায় মোট ২হাজার,৫শ টাকা জরিমানা করা হয়।

 

 

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলে জানান তিনি ।

 

Source link

Exit mobile version