Status

রমযানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উখিয়া উপজেলা প্রশাসনের অভিযান শুরু

উখিয়া উপজেলা প্রশাসন, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের রুখতে ধারাবাহিকভাবে মাঠে নেমেছে।

 

 

এরই ধারাবাহিকতায় গতকাল ৩-মার্চ,২০২৫ইং উখিয়া উপজেলার অন্যতম মরিচ্যা বাজারে- বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে উখিয়া উপজেলা প্রশাসন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, এর ভিত্তিতে বিভিন্ন আউটলেট ভিজিট করে অসাধু ব্যবসায়ীদেরকে ৬ টি মামলা ও ৩৭ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

 

 

এ সময় উপজেলা প্রশাসনের সাথে উখিয়া উপজেলার গণমাধ্যমে কর্মীরাও বিভিন্ন বাজার পর্যবেক্ষণ ও প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

 

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার কোন স্থানে কোন প্রকার অসাধু ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেওয়া হবেনা-ব্যবসা করতে হলে সততা, নিষ্ঠা ও দেশের প্রচলিত আইন মেনেই ব্যবসা করতে হবে।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতে আমাদের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

এখানে উল্লেখ্য যে, ইতিমধ্যেই রমজানের ১ম দিন (২-মার্চ,২০২৫ ইং) উপজেলা প্রশাসন উখিয়ার ব্যস্ততম ষ্টেশন কোর্টবাজারের বাজার মনিটরিং করে, ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) যারীন তাসনিম তাসিন।অভিযোগের সত্যতা পেয়ে, প্রশাসন অসাধু ব্যবসায়ীদেরকে অর্থ দন্ডে দন্ডিত করেন।

 

 

প্রতিবছর রমজান আসলেই কিছু অসাধু অতি লোভী ব্যবসায়ী বাজারে কৃত্রিমভাবে ইফতার সামগ্রীসহ বিভিন্ন ভোগ্যপণ্যের মূল্য বাড়িয়ে ভোক্তাদের হয়রানি করার প্রবণতা দেখা যায়। যার ফলে সাধারণ মানুষের বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়ে নাভিশ্বাস উঠে।

 

 

এ প্রসঙ্গে, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হোসেন চৌধুরী বলেন, উখিয়া উপজেলার মধ্যে কোন অসাধু ব্যবসায়ী থাকতে পারবে না। মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ও দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি রোধ করতে উখিয়া উপজেলা প্রশাসন প্রতিদিন মনিটরিং করতে বদ্ধপরিকর এবং ইনশাআল্লাহ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Source link

Leave a Reply

Back to top button