
রমজান উপলক্ষে বৈশাখী টেলিভিশন মাসজুড়ে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে রোজার অনুষ্ঠানের পাশাপাশি ইসলামবিষয়ক অনুষ্ঠান রয়েছে। পবিত্র কোরআনের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতিদিন সকাল ৭টায় প্রচার করবে ‘আল কোরআনের বাণী’ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতি পর্বে একজন ক্বারী কোরআনের নির্দিষ্ট সুরার আয়াত তেলাওয়াত করবেন, বাংলায় তার তর্জমা এবং একজন আলোচক উপস্থাপকের সাথে তা তাফসীর করবেন। এইচএম বরকতুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন আলমগীর রাসেল। আলোচনায় অংশ নেবেন শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মোখতার আহমাদ ও মইনুল ইসলাম মাজেদী। স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান: সবার ডাক্তার প্রচার হবে প্রতিদিন সকাল ৯ টায়। ডা. মো. রাজীব আল-আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা। স্বাস্থ্য রক্ষা এবং স্বাস্থ্য সচেতনতায় পরামর্শমূলক অনুষ্ঠান এটি। অংশ নেবেন দেশের বিশেষজ্ঞ ডাক্তারগণ। এইচ এম বরকতুল্লাহর উপস্থাপনায় রমজানের প্রতিদিনের সরাসরি ইসলামী অনুষ্ঠান: রমজানের সওগাত প্রচার হবে বিকাল ৫টা ১৫ মিনিটে। প্রযোজনা: আলমগীর রাসেল। রমজানের ফজিলত, গুরুত্ব, মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল এবং ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়ের সরাসরি অনুষ্ঠান এটি। রমজান মাসজুড়ে উপস্থাপকের সাথে থাকবেন একজন বিজ্ঞ আলোচক। পর্যায়ক্রমে আলোচনায় অংশ নেবেনইসলামী চিন্তাবিদসহ অনেকে। শাকুর মজিদের ভ্রমণবিষয়ক ৩০ পর্বের প্রামাণ্যচিত্র ইসলামের স্থাপত্যধারা প্রচার হবে প্রতিদিন ইফতারের পরপর। এতে বিশ্বের বিভিন্ন ইসলামী স্থাপত্য তুলে ধরা হবে। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে রমজানের ধারাবাহিক নাটক ‘পরকাল’ প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা, অনামিকা, আফসানা নওমি ও ইলমাসহ অনেকে ।
ছবিঃ পরকাল।