রমজানে ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে নাবিল গ্রুপ


পবিত্র রমজান মাস উপলক্ষে ভোগ্যপণ্য সরবরাহকারী শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ৫০ হাজার অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে রমজান মাসজুড়ে কম মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সকালে রাজশাহী মহানগরীর বামনশিখর খড়খড়িতে গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বকস্ মন্ডল ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম।

নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম বলেন, রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে তাকওয়া অর্জন তথা আত্মশুদ্ধির জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তবে অনেকে এই মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে নেয়। নাবিল গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে ব্যবসা করে। এজন্য পবিত্র রমজান মাসে দেশের অসহায় গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্তত ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রচলিত ব্যবসায়িক কৌশল হলো রমজানে বাজার চাহিদাকে হাতিয়ার হিসেবে নিয়ে অতিরিক্ত মুনাফা করা। আমরা এ হীন অপকৌশলের বিপরীতে অবস্থান নিয়ে, পূর্বনির্ধারিত নির্দিষ্ট মুনাফা থেকেও বাড়তি ছাড়ে পণ্য বিক্রি শুরু করেছি। নাবিলের সব ভোগ্যপণ্যের দাম কমানো হয়েছে। ফলে অসহায়দের পাশাপাশি, নিম্ন ও মধ্যবিত্তদের জনজীবনে স্বস্তি এসেছে।

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. জাহান বকস্ মন্ডল বলেন, পবিত্র রমজান মাসে ধনি-গরিব সবার পরিবারেরই খরচ বেড়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে নাবিল গ্রুপ। এছাড়া হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তসহ সবার কম খরচে পণ্য ক্রয়ের সুযোগ করে দিয়েছে।

নাবিল গ্রুপ গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version