রমজানে নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির


রমজান মাসে রাজধানীবাসীর ভোগান্তি লাঘবে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে রাস্তা না খোঁড়াখুঁড়ির অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এতে বলা হয়, আগামী ২ মার্চ (সম্ভাব্য) হতে রমজান মাস শুরু হবে এবং রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেট কেন্দ্রিক জনসাধারণের চলাচল বাড়বে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা হতে সন্ধ্যার আগেই তাদের কার্যক্রম সম্পাদন করবেন। ফলে রমজান মাসে সড়কে যানবাহনের চাপ অত্যধিক থাকার সম্ভাবনা রয়েছে।

বলা হয়, প্রায়শই লক্ষ্য করা যায় যে, রমজান মাসেও বিভিন্ন সংস্থা/ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখা হয়। যার ফলে সড়ক সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/হাসপাতাল/মার্কেটে পৌঁছাতে পারেন না। এ জনভোগান্তি এড়াতে রমজান মাসে ঢাকা মহানগরীর সড়কগুলো নতুন করে না খোঁড়াখুঁড়ির অনুরোধ রইলো, এটা সমীচীন হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

কেআর/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version