Status

রমজানে উচ্চ আদালত চলবে নতুন সূচিতে

<p>আসন্ন পবিত্র মাহে রমজানে হাইকোর্টের বিচারকার্যক্রম শুরু হবে বেলা সাড়ে ১০টায়। চলবে বিকেল সোয়া ৩টা পর্যন্ত। গতকাল বুধবার সুপ্রিমকোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে বেলা সাড়ে ১০টায়। শেষ হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।<br />এদিকে এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং আধাস্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। প্রেসিডেন্টের আদেশক্রমে গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে উপসচিব মো: কামরুজ্জামান স্বাক্ষর করেন।</p>

Source link

Back to top button