রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখে দিতে হবে -খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি জনগণকে চরম নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে। গত সপ্তাহজুড়ে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হঠাৎ করে বেড়ে যাওয়া কোন স্বাভাবিক ঘটনা নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসন এই ক্ষেত্রে বারবার ব্যর্থতার পরিচায় দিচ্ছে। খুনি হাসিনার বিচার ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে না পারলে সবাইকে খেসারত দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য এখনই রুখে দিতে হবে।

দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। বুধবার রাতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, আলহাজ¦ আবু সালেহীন, জহিরুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আলহাজ¦ নুর হোসেন, আবুল হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম।

Source link

Exit mobile version