রংপুরে যুবলীগ নেত গ্রেফতার

রংপুর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) রাতে নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃত নুরে আলম রিংকুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট পরবর্তী গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

Source link

Exit mobile version