যে কারণে দাওয়াত পেয়েও অস্কারে যাবেন না হ্যারিসন ফোর্ড

হলিউডের প্রখ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড। বিশেষ করে ইন্ডিয়ানা জোনস সিরিজে অভিনয় করে তিনি দুনিয়াব্যাপী সাফল্য পেয়েছেন। সম্প্রতি তিনি বড় পর্দায় এসেছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’র নতুন পর্বে। সেখানে তাকে রেড হাল্ক চরিত্রে দেখতে পাচ্ছেন দর্শক।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৩টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। সেখানে উপস্থাপক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফোর্ডের। তবে ভ্যারাইটি নিশ্চিত করেছে, অসুস্থতার জন্য অনুষ্ঠানটিতে যাবেন না তিনি।
জানা গেছে, গেল শুক্রবারে অভিনেতার শরীরে অসুখটি ধরা পড়ে। শিংগেলস নামের এই অসুখটি ভাইরাল সংক্রমণের কারণে ছড়ায়। শরীরে পেইনফুল র্যাশ সৃষ্টি করে এটি। শরীরের এক পাশে ব্লিস্টারের একটি স্ট্রাইপের মতো দেখা দেয়। এ অসুখ প্রাণহানি ঘটায় না, তবে অত্যন্ত অস্বস্তি দেয়।
এমন অসুখ নিয়ে অস্কারের আসরে যাচ্ছেন না হ্যারিসন ফোর্ড। তবে অভিনেতা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
অস্কার অনুষ্ঠানটি কনান ও’ব্রায়েন উপস্থাপনা করবেন। ডলবি থিয়েটারে সেদিন উপস্থিত থাকবেন হ্যালি বেরি, পেনেলোপ ক্রুজ, স্কারলেট জোহানসন, এমা স্টোন, স্যামুয়েল এল. জ্যাকসন, গ্যাল গ্যাদত, রবার্ট ডাউনি জুনিয়র এবং আরও অনেক তারকা রয়েছেন।
এলআইএ/জিকেএস