যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞায় পড়ছে পাকিস্তান ও আফগানিস্তান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন, তাতে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার সম্মুখীন হতে পারেন। নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে আগামী সপ্তাহেই এ ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।
তালিকায় আরও দেশ থাকতে পারে। তবে সে দেশগুলোর নাম প্রাথমিকভাবে জানা যায়নি। ট্রাম্প তার প্রথম মেয়াদে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ওই পদক্ষেপ নানা আইনি জটিলতা শেষে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সায় পেয়েছিল। জো বাইডেন ক্ষমতায় এসে ২০২১ সালে এ নিষেধাজ্ঞা তুলে নেন। ট্রাম্পের পদক্ষেপকে তখন তিনি ‘আমাদের জাতীর বিবেকে কলঙ্কের দাগ’ বলেও মন্তব্য করেন। ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় আফগানিস্তান থাকলে তা শরণার্থী হিসেবে কিংবা বিশেষ অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা লাখ লাখ আফগানের জন্য হবে চরম দুঃসংবাদ। সূত্র : ইউকে ইন্ডিপেন্ডেন্ট।