যুক্তরাষ্ট্রের কাছে ২৯ মাদকপাচারীকে হস্তান্তরের সিদ্ধান্ত মেক্সিকোর

মেক্সিকো ২৯ জন মাদকপাচারকারীকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। এই সিদ্ধান্তটি দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। মেক্সিকোর জেলে বন্দি থাকা এসব মাদকপাচারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তদন্ত এবং বিচার চলছে, এবং যুক্তরাষ্ট্র এই পাচারকারীদের নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল।

 

এদের মধ্যে কিছু হেভিওয়েট মাদকপাচারীর নাম জানা গেছে। ৭২ বছর বয়সী রাফায়েল কারো কুইতেরো, যিনি মার্কিন ডিইএ এজেন্ট এনরিকে কিকি কামারেনা হত্যার সঙ্গে যুক্ত ছিলেন, তারও হস্তান্তর হতে পারে। এছাড়া, মিগুয়েল অ্যাঞ্জেল ত্রেভিনো মোরালেস এবং ওমারও যুক্তরাষ্ট্রে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা এসব ব্যক্তিদেরকে মাদকচক্রের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।

 

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং নিরাপত্তা মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের হেফাজতে নেওয়ার জন্য মাদকপাচারীদের দাবি করেছে, এবং সে কারণেই তাদের হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক মাদকপাচার সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই মেক্সিকো সংক্রান্ত কঠোর সিদ্ধান্ত নেয়, যার মধ্যে বেআইনী অভিবাসীদের ফেরত পাঠানো এবং মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক চাপানো বিষয়টি উল্লেখযোগ্য। মেক্সিকো সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপের পর আমেরিকা আবার শুল্ক বিষয়ে পুনর্বিবেচনা করতে পারে।

 

মেক্সিকো সরকারের একটি গুরুত্বপূর্ণ টিম শুক্রবার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে, এবং তাদের সফরটি দুটি দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত জানানো হয়নি।

 

Source link

Exit mobile version