Status

যুক্তরাষ্ট্রকে এবার ‘উচিত শিক্ষা’ দেয়ার হুমকি উত্তর কোরিয়ার

 

ট্রাম্পকে সরাসরি হুমকি দিলেন কিমের বোন কিম ইয়ো জং। জানালেন মার্কিন উসকানির জবাব দেয়া হবে। যা নিয়ে শোরগোল বিশ্ব রাজনীতি।

 

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে আমেরিকা। তাতেই ক্ষোভে ফুঁসছে কিমের দেশ (উত্তর কোরিয়া)। গত রবিবার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার প্রতি মার্কিন সমর্থন জানাতেই প্রতিশোধে নেশায় মত্ত হয়ে পড়েছে উত্তর কোরিয়া।

 

এই নিয়ে উত্তর কোয়িয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, ‘আমেরিকা ক্রমশ যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। তারা সমানে উসকানি দিয়ে যাচ্ছে। যা ঠিক নয়। এরম চলতে থাকলে উত্তর কোরিয়া চুপচাপ বসে থাকবে না। এর জবাব দেয়া হবে শীঘ্রই।’

 

একইসঙ্গে কিম ইয়ো জং বলেন, আমেরিকা ও তার পেটোয়া দেশ (দক্ষিণ কোরিয়া) এখন সংঘাতের পথে হাঁটছে। আত্মঘাতী পথে চলছে তারা। তিনি বলেন, উত্তর কোরিয়া এখন সব বিকল্প খতিয়ে দেখবে। শত্রুদের আর ছাড় দেয়া হবে না।

 

ট্রাম্পকে উদ্দেশ্য করে কিমের বোন জানান, ‘আমেরিকায় নতুন প্রশাসন আসার পর তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক তৎপরতা বাড়িয়েছে। তারা আগের প্রশাসনের বিরুদ্ধাচরণের নীতি নিয়ে চলছে। এর ফল ভাল হবে না।’

 

উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে কিমের ভালই সম্পর্ক ছিল। এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকও করেছিলেন। এবারও ট্রাম্প আশা রাখছেন কিম জং উনের সঙ্গে দেখা করবেন তিনি। তবে এতে কিম জং উনের মত আছে কিনা তা এখনও জানা যায় নি। তবে বিশ্লেষেকরা মনে করছেন ট্রাম্পের সঙ্গে কিমের হারানো সম্পর্ক ফিরে আসতে পারে।

Source link

Leave a Reply

Back to top button