Status

যারা ইতিহাস নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে : ঢাবি ভিসি

যারা ইতিহাস নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমদ খান। গতকাল রোববার পতাকা উত্তোলন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ঢাবি ভিসি। ১৯৭১ সালের ২ মার্চ বাংলাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ আ স ম আব্দুর রবের জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামে অবদান এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা ইঙ্গিত করে এমন মন্তব্য করেন প্রফেসর নিয়াজ আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ২ মার্চ বাংলাদেশের পতাকা উত্তোলন করা সংগ্রামী ব্যক্তিত্ব আ স ম আব্দুর রব। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি বলে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. সায়মা হক বিদিশা, স্বাগত বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. সিদ্দিকুর রহমান খান।অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। ভিসি ড. নিয়াজ আহমদ খান বলেন, ইতিহাস যারা নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে। আমরা আ.স.ম আব্দুর রবকে ব্যক্তিগত পরিচয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। শারীরিক দুর্বলার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। ঐতিহাসিক এ দিবস উদযাপনে আমন্ত্রিত হয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন। ঢাবি ভিসি আরো বলেন, পতাকা উত্তোলন দিবসের আয়োজনটি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়েছে। যারা কাজ করেছে এটা সম্পন্ন করতে কাজ করেছেন এবং আয়োজক কমিটির প্রতিটি সদস্য ও আয়োজনে যারা সহযোগিতা করেছে তাদের সকলকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমরা চেষ্টা করবো এ ধরনের আয়োজন নিয়মিত করে যেতে। এ জাতীয় আয়োজন বর্তমান পরিস্থিতিতে তাৎপর্য বহন করে। দেশ নানামুখী প্রতিকূলতা ও ষড়যন্ত্রে মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গর্বিত উত্তরাধিকার বহন করছি যা আমারকে সাহস দেয়।আর ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো জাতীকেও সাহস দেয়।ঐক্য ধরে রাখতে। এই উদ্যোগগুলো আমরা আরো আন্তরিকতার সাথে আয়োজন করা জরুরি।

Source link

Leave a Reply

Back to top button