Facebook Bio Status

যশোরে যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ


যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চৌরাস্তা থেকে দড়াটানা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এসময় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পুলিশ। অবৈধভাবে পার্কিং করা যানবাহনও জব্দ করা হয়। এরপর শহরের প্রাণকেন্দ্র দড়াটানাতে সড়ক ও ফুটপাত দখল করা বিভিন্ন খাবার দোকান, হোটেল উচ্ছেদ করে।

যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী নিজে উপস্থিত থেকে ওই অভিযান পরিচালনা করেন।

এদিকে, অভিযানকে স্বাগত জানিয়েছে শহরবাসী। তবে অভিযানের কয়েকদিনের পর আবারও ফুটপাত ও রাস্তা ফের যাতে দখল না হয় সেদিকেও প্রশাসনকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে যশোর শহরের তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ বেড়েছে। এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সভায় আলোচনা হয়। এর প্রধান কারণ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত দখল চিহ্নিত হয়। এরপরই পুলিশ অবৈধ স্থাপনা উচ্ছেদে পদক্ষেপ নেয়।

এছাড়া রমজান উপলক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভায়ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনার তাগিদ দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, অবৈধভাবে দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। বৈধভাবে ব্যবসা করলে পুলিশ তাদের সহযোগিতা করবে।

তিনি বলেন, শহরকে যানজটমুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান।

এসময় তিনি ফুটপাত দখলে রাখা ব্যবসায়ীদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেন।

মিলন রহমান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button