Status

ম্যাচ চলাকালীন ইফতারের বিরল দৃশ্য, প্রশংসায় ভাসছে ফুটবল তারকা

সম্প্রতি গত রোববার (২রা মার্চ) এফএ কাপ থেকে হৃদয়বিদারকভাবে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন ফুলহামের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে মাঠ ত্যাগ করতে হয় ক্লাবটিকে।
তবে সবকিছু ছাপিয়ে আলোচনার তুঙ্গে রয়েছে ম্যাচ চলাকালীন বিশেষ একটি মুহূর্ত। যার সাক্ষী হয়েছে হাজার হাজার ফুটবল সমর্থক। ম্যাচ চলাকালীন হঠাৎ করেই খেলাটি সাময়িকভাবে থামানো হয় যেন ম্যানচেস্টার ইউনাইটেডের নুসাইর মাজারুই তার রোজা ভাঙতে পারেন। ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৪:৩০ টায় শুরু হওয়ার ফলে রমজান মাসে রোজা রেখে মাঠে নামতে হয়েছিল এই ফুলব্যাককে।

 

যদিও মাজারুইয়ের দল এফএ কাপের এবারের আয়োজন থেকে থেকে বিদায় নিয়েছে, তবে ১২০ মিনিট ধরে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ক্রীড়ামোদীদের অনেকের মতে, এটি ছিল একটি হৃদয়স্পর্শী উদ্যোগ, যা তার ধর্মের প্রতি সম্মান ও খেলাধুলার ঐক্যকে তুলে ধরেছে বিশ্ব পরিমন্ডলে। তাছাড়া এটি সত্যিই এক মনোমুগ্ধকর মুহূর্ত উপহার দিয়েছে মুসলিম বিশ্বকে।

 

প্রসঙ্গত, ২৭ ম্যাচে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের তালিকায় ১৪তম স্থানে রয়েছে। তাদের মৌসুম ঘুরিয়ে দেওয়ার লড়াইয়ে এখন একমাত্র লক্ষ্য ইউরোপা লিগের শিরোপা জয়। যদিও রুবেন আমোরিমের দলকে আগামীকাল (বৃহস্পতিবার) লড়াই করতে হবে শক্ত প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

 

এদিকে বিভিন্ন স্যোশাল হ্যান্ডেলে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে নানা ইতিবাচক বার্তা দিয়েছে নেটিজেনরা। ইব্রাহিম নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছে, ‘দারুণ উদ্যোগ। এফএ কাপ কর্তৃপক্ষকে ধন্যবাদ।’ আরেকজন ইন্সাতে লিখেছেন, ‘ধর্মীয় সম্প্রীতি এবং মেলবন্ধন পুরো বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিক।’

Source link

Leave a Reply

Back to top button