মোহাম্মদপুর-আদাবরে দিনব্যাপী অভিযানে গ্রেফতার ১২

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার (৮মার্চ) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, শুক্রবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- রিফাত ইসলাম রিয়াজ (২৫), মনির (৩০), রিমন রহমান (২৮), মাসুদ (২৫), মামুন (৩০), মুকুল রানা (৩০), উজ্জল (৩৮) ও জ্যোৎস্না বেগম (২৫)।
তাদের মধ্যে ডাকাতি প্রস্তুতির মামলায় ১জন, অন্যান্য মামলায় ৪ জন, ডিএমপির মামলায় ২জন ও চুরির মামলায় ১ জনসহ মোট ৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার দিনব্যাপী আদাবর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে, আগের ডাকাতি প্রস্তুতির মামলায় ২ জন এবং ছিনতাইয়ের মামলায় ২জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এএমএ/এমএস