মোহাম্মদপুরে দিনব্যাপী অভিযানে গ্রেফতার ১০


রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল শনিবার (৮ মার্চ) দিনব্যপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার (৯ মার্চ) সকাল ১১টার দিকে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

তিনি বলেন, গতকাল শনিবার (০৮ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেফতাররা হলো- আল আমিন (৩০), হাসান (৩৫), সাইদ (৩২), রানা (২৮), সাগর (২৫), রনি (২৪), রাসেল ইয়াসিন (২৩), সাব্বির (২১), কাউসার (২৮) ও ফারুক (৫০)।

তাদের মধ্যে চাঁদাবাজি মামলায় ৪ জনকে, মাদক মামলায় ৪ জন, সিআর পরোয়ানা মামলায় ১জন ও অন্যান্য মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বললেও জানান তিনি।

কেআর/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version