
জাতীয় দলেই শুধু রান খরায় ভুগছেন না নাজমুল হোসেন শান্ত, ঘরোয়া ক্রিকেটেও একই অবস্থা জাতীয় দলের অধিনায়কের। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসে প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরুতেও ব্যর্থতার ঘানি টানলেন শান্ত।
আজ সোমবার শেরে বাংলায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে ওয়ানডাউনে নেমে মাত্র ২০ রানেই আউট হয়ে গেলেন আবাহনী অধিনায়ক শান্ত। কম রানে আউট হওয়াই বড় কথা নয়, শান্ত এ সামান্য কটা রান করতে খেলেছেন দ্বিগুনেরও বেশি, ৫১ বল। তবে আবাহনীতে এবারই নাম লিখানো পারভেজ হোসেন ইমন বড়সড় ইনিংস খেলতে না পারলেও হাফ সেঞ্চুরি করেছেন প্রথম ম্যাচেই।
৭৪ বলে ৫০ রানেই আউট হয়েছেন বাঁ-হাতি পারভেজ ইমন। এরপর শান্তর ধীরগতির ব্যাটিংয়ে রানের গতি কমে আবাহনীর। এরপর মিঠুন (৭), মুমিনুল হক (৪০ বলে ২৭) রান করতে না পারলে রীতিমত চাপে পড়ে যায় আকাশী-হলুদ শিবির।
শেষদিকে মোসাদ্দেক হোসেন সৈকত হাল না ধরলে হয়ত আবাহনীর স্কোর দু’শর ঘরেও পৌঁছাতো না। আবাহনীর ঘরের ছেলে হয়ে দাঁড়ানো মোসাদ্দেক একদিক আগলে রাখার পাশাপাশি চাপের মুখে রানের চাকা সচল রাখেন ৬৫ বলে ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৭৩ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলে। মোসাদ্দেকের ওিই আক্রমলাত্মক ইনিংসটির ওপর ভর করেই আবাহনীর স্কোর গিয়ে ঠেকে ২৩৪-এ।
আবাহনী: ২৩৪/১০, (৫০ ওভার), পারভেজ হোসেন ইমন ৫০, নাজমুল হোসেন শান্ত ২০, মুমিনুল হক ২৭, মোসাদ্দেক ৭৩, মাহফুজুর রাব্বি ১০, মৃত্যুঞ্জয় ১৪; শহিদুল ইসলাম ৪/৪৪, রুয়েল মিয়া ২/৪৭, শুভাগত হোম ২/২৪)।
এআরবি/আইএইচএস