Facebook Bio Status

মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এ দেশে নেই: রিজওয়ানা


অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মব জাস্টিস (উচ্ছৃঙ্খল জনতার বিচার) বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এ দেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থানে রয়েছে।

তিনি বলেন, যেহেতু এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরত আনা সম্ভব হয়নি বা আসেনি, সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো জায়গায় মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

মোহাম্মদপুরের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, আমরা জানতে পেরেছি উভয়পক্ষ পুলিশের সামনে একটি আপসনামায় সই করেছেন। যেহেতু দুপক্ষই আপসনামায় সই করেছে সেক্ষেত্রে ওইটাকে আমাদের চূড়ান্ত বিবেচনা করতে হচ্ছে।

সৈয়দা রিজওয়ান হাসান বলেন, কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, এজাতীয় আচরণ সরকার সমর্থন করে না।

এমইউ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button