Status
মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

রাজধানী ভাটারা সূরাস্ত টাওয়ারের সামনে রাস্তা পারাপারের সময় গতকাল মঙ্গলবার মোটরবাইকের ধাক্কায় আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় টেইলার্সের ব্যবসায়ী ছিলেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা রফিকুল ইসলাম জানান, গতকাল বিকেল সোয়া ৫টার দিকে সুবস্তু টাওয়ারের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আব্দুল মান্নানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি । পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরে পলাশপাড়ায়।বর্তমানে হাজারীবাগের জিগাতলা তল্লাবাগ রোড এলাকার ৩০৭ নম্বর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।