Facebook Bio Status

মুশফিক-মাহমুদউল্লাহকে সামর্থ্যের প্রমাণ দিতে হবে: ফাহিম


বয়স হয়েছে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চলে এসেছেন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তারা কেউই এখনও অবসর ঘোষণা করেননি। ফলে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে জোরেসোরে।

অনেকেই মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর মুশফিক-মাহমুদউল্লাহ যদি স্বেচ্ছায় অবসর না নেন, তবে বোর্ড থেকেই তাদের বলা উচিত। সেটা কি করা হবে?

আজ সোমবার বিসিবি পরিচালকদের সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। প্রশ্ন ছিল দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যত কী?

জবাবে ফাহিম জানান, ‘তাদের (মুশফিক-রিয়াদ) সামর্থ্যের প্রমাণ দিতে হবে।’ সেটা কেমন? ফাহিমের ব্যাখ্যা, ‘বয়স ও পারফরম্যান্সের আলোকেই তাদের নিজেদের মেলে ধরতে হবে।’

তবে এটুকু বলে আবার কথা ঘুরিয়ে ফেলেন ফাহিম। বলেন, ‘আসলে তাদের ব্যাপারে সিদ্ধান্তটা আমার না। সেটা নির্বাচকদের কাজ। এ বিষয়ে আমার কথা বলা ঠিক না। তবে কাজটা সহজ না।’

দুজনার কেউই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেননি। মুশফিকের ২ খেলায় সংগ্রহ ছিল মাত্র ২ (০ ও ২)। আর ভারতের সাথে প্রথম ম্যাচ ইনজুরির কারণে খেলতে না পারা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ডের বিপক্ষে করেন মাত্র ৪ রান।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আজ সোমবার বিকেএসপিতে মোহামেডানের ম্যাচেও সুবিধা করতে পারেননি মুশফিক ও রিয়াদ। প্রিমিয়ারের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের সাথে দুই অভিজ্ঞ ব্যাটারই মাত্র ৭ রানে আউট হয়েছেন।

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button