‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে আবরারকে স্বাধীনতা পদক দেওয়া উচিত—ফারুকী

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করায় বুয়েটে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নির্মমভাবে নিহত হন মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, মরণোত্তর স্বাধীনতা পদক-২০২৫ পাচ্ছেন স্বৈরশাসকের অত্যাচারে প্রাণ দেওয়া বীর আবরার। গতকাল সোমবার (৩ মার্চ) সামাজিক মাধ্যম ফেসবুক তার ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

 

 

এদিকে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। তারই রেশ ধরে এবার আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক প্রসঙ্গে কথা বললেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যেখানে তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া উচিত।

 

 

স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা যে কোনো ভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই-বোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবার জন্য উত্তর, একটু অপেক্ষা করেন, পুরো তালিকাই জানতে পারবেন। অসাধারণ সব নাম দেখতে পাবেন।’

 

তিনি আরও লিখেছেন, ‘এবার আসি এই পোস্ট লেখার আসল কারণে। আবরার ফাহাদের নাম সামনে আসায় সব স্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটা নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি, আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কী বিবেচনায় দেয়া হবে?’

 

 

এমন প্রশ্নের জবাবে নির্মাতা লেখেন, ‘কী বিবেচনায় দেয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই, কোন ক্যাটাগরিতে দেয়া উচিত। তাহলেই কেন দেয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা, আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত “মুক্তিযুদ্ধ”! মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ।’

 

 

সংস্কৃতি উপদেষ্টা সর্বশেষ লিখেছেন, ‘আবরার ফাহাদ একটা সিম্বল, যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন, তাহলে বলব জুলাইতে ফিরে যান। গিয়ে তরুণবক্ষে কান পাতেন। যার নিঃশ্বাস শুনবেন তার নামই আবরার ফাহাদ।’

Source link

Exit mobile version