
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মির্জাপুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাসেম রেজা আহবায়ক ও মো. নেহাজ উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। রোববার টাঙ্গাইল জেলা জাসাসের আহবায়ক ইউসুফ আলী এবং সদস্য সচিব মাসুদুর রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডের এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে একই দিন উপজেলা জাসাস এর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। ঘোষিত আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কর্মীসভার মাধ্যমে সকল ইউনিটের কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহবায়ক ও ১৬ জনকে সদস্য রাখা হয়েছে।
মির্জাপুর উপজেলা জাসাসের নতুন আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গনতন্ত্র ও ভোটের অধিকার আদায় ও দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহবায়ন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান ও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা।