মির্জাপুরে ৬ ব্যবসায়ীর অর্থদন্ড ১০ মোটরসাইকেল আটক

টাঙ্গাইলের মির্জাপুরে বাজার মনিটরিং করেছে যৌথবাহিনী। এসময় ৬ ব্যবসায়ীর কাছ থেকে ২৬ হাজার টাকা অর্থদন্ড আদায় ও মালামাল থানা হেফাজতে দেয়া হয়। এছাড়া অবৈধ পার্কিংয়ে রাখায় ১০টি মোটরসাইকেল আটক করা হয়।
বাজার মনিটরিংয়ে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ফাহিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সারহা নাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
রোববার রমাজানের প্রথম দিন বাজারে নিত্যপণ্যের মুল্য সহনীয় রাখতে, ফুটপাত দখলমুক্ত এবং বাজার যানজট মুক্ত করতে বাজার মনিটরিং করে যৌথবহিনী। এসময় কাচা বাজার এবং কয়েকটি ফলের দোকানে মুল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারে অবৈধ পার্কিংয়ের কারনে ১০ টি মোটরসাইলেল আটক এবং বারবার সতর্ক করার পরও রাস্তায় দোকান বসানোর অপরাধে কয়েকটি দোকানের ফল থানা হেফাজতে নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, বাজার স্থিতিশীল রাখতে এবং নিত্যপন্যের মুল্য সহনীয় রাখতে এ ধরনর অভিযান অব্যাহত থাকবে।