Status

মির্জাপুরে অগ্নিকান্ডে দিনমজুরের বসতঘরসহ মালামাল পুড়ে ছাই

টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে হেলাল মিয়া নামে এক দিনমজুরের বসত ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি নিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বলে জানা গেছে।

 

 

শুক্রবার গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্ব গ্রামে এই ঘটনা ঘটে। রান্না করার চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিস সূত্র জানিয়েছেন। হেলাল মিয়া বাওয়ার কুমারজানী পূর্ব গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। সে পেশায় দিনমজুর বলে জানা গেছে।

 

 

প্রত্যদক্ষর্শী ও ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, বারোটার দিকে হেলাল মিয়ার থাকার ঘরের উত্তরপাশের কোনায় হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এসময় তাদের আর্তচিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষণে হেলাল মিয়ার বসত ঘর এবং ঘরে থাকা ধান-চাউল, একটি গাগলসহ গৃহপালিত পশু ও আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে হেলাল মিয়া জানিয়েছেন।

 

 

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হেলাল মিয়ার বসত ঘরে পুড়ে গেলেও তাদের চেষ্টায় প্রতিবেশী আরও দুটি ঘর আগুনে পুড়া থেকে রক্ষা পেয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

 

 

Source link

Back to top button