মির্জাগঞ্জে ‘কৃষকের বাজার ভোক্তার বাজার’ কার্যক্রমের উদ্বোধন

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কৃষকের বাজার ভোক্তার বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে টোল ফ্রি এই কার্যক্রমটি শুরু হয়েছে।

 

বুধবার বেলা ১১টায় সুবিদখালী বাজারে সরকারি টল ঘরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।ইউএনও মো. তরিকুল ইসলাম জানান, উপজেলার স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কাঁচা পণ্যসহ যেকোনো খাদ্য সামগ্রী কৃষকের বাজার ভোক্তার বাজার-এর নির্ধারিত স্থানে বসে বিক্রি করবেন। এ ক্ষেত্রে বিক্রেতাকে কোনো খাজনা দিতে হবে না।

 

তিনি আরও জানান, এই কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, আর ভোক্তারা কমমূল্যে পণ্য কিনতে পারবেন। তিনি জানান, খুব শিগগিরই এখানে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা করে বিক্রি শুরু হবে।

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবিদখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৪নং দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মনির, সুবিদখালী বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. খোকন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ও স্থানীয় কৃষকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এদিকে, কৃষকের বাজার ভোক্তার বাজার কার্যক্রমের উদ্বোধনের আগে, সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সুবিদখালী বাজার পরিদর্শন করেন।তিনি মুদি-মনোহরী দোকান, মাছ বাজার, ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং বিক্রেতাদেরকে কোনো পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানান।

Source link

Exit mobile version