মাহে রমজান মুসলিম উম্মাকে ঐক্যর শিক্ষা দেয় : রাউজানে বক্তারা

রাউজান উত্তর সর্তা দরগাহ বাজার ব্যবসায়ী সমিতি ও সিএনজি সমিতির যৌথ উদ্যোগে হুজুর গাউছে পাক সৈয়দ পীর মীর মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রঃ) এর পবিত্র বেলাদত (খোজরোজ)শরিফ উপলক্ষে ফাতেহা শরীফ ও ইফতার মাহফিল( ২রা মার্চ রবিবার)বাদ যোহর হতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে হযরত আবদুল কাদের জিলানী (রঃ) কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা জানে আলম দুলাল এর সভাপতিত্বে দরগাহ বাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জিলানী ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আলী।প্রধান বক্তা ছিলেন দরগাহ বাজার শাহী জামে মসজিদের খতিব ও মাদ্রাসা সুপার আল্লামা সেলিম উদ্দিন রেজভী।উদ্বোধক ছিলেন ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ আবদুল কুদ্দুস মাইজভান্ডারী।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আল্লামা শামশুল আলম নঈমী, ডাক্তার এজাহারুল হক, সোলাইমান মাস্টার,মৌলানা হাফে শফি, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার আলম,সিঃ সহ সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন কোম্পানী, ডাঃ মোঃ ইউসুফ, ডাঃ খোরশেদ, হাফেজ মাওলানা মাসুদ কাদেরী, সিএনজি সমিতির সভাপতি মোহাম্মদ শফি।
আরো উপস্থিত ছিলেন সাহাবুল আলম,মোহাম্মদ রফিক, মুন্না, নুরুল আলম, আবদুল কুদ্দুস, মোঃ রাসেল, মুনাফ, ডাঃ মোঃ শরীফ, মোঃ ফারুক, আলমগীর হোসেন, সোলাইমান, মোঃ রনি,সাদ্দাম হোসেন, সারজান হোসেন, মোঃ আলী, জসিম, মৌঃ দিদার, হানিফ নেজাম, জিসান, ওবায়দুল সহ ব্যবসায়ী সমিতি ও সিএনজি সমিতির কর্মকর্তা বৃন্দ।
বাদে যোহর পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, বাদে আসর দরগাহ বাজারস্থ হুজুর গাউছে পাকের পবিত্র আস্তানা শরীফে পুষ্পমাল্য অর্পন ও জেয়ারত পূর্বক ফাতেহা শরীফ ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ত্বকরীর মিলাদ কিয়াম আখেরী মুনাজাত। শেষে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।বক্তারা বলেন মাহে রমজান মুসলিম উম্মাকে ঐক্যের শিক্ষা দেয়। সৈাহার্দ পুর্ণ পরিবেশে এক কাতারে বসে ইফতার করার মত ফজিলত আর আনন্দ কোন কর্মে নেই।একসাথে ইফতার করে সকল মুসলামান ভুলে যান ভেদাভেদ বৈষম্যর মত নিছক কাজ।প্রথম রোজার দিন গাউছে পাকের খোজরোজ শরিফ বিশ্ব মুসলিমের জন্যে আলাদা একটি মূহুর্ত। বক্তারা বলেন রমজান মাসে ভোগ, বিলাস, কামনা, বাসনা ও দিনের বেলা পানাহার থেকে বিরত থাকতে হবে। আমাদের রিপুকে ত্যাগের আগুনে পুড়িয়ে খাঁটি বানাতে হবে।তাহলে রমজানের রোজার মজা পাওয়া যাবে।