Status

মাহে রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা করলো এসএমপি

আসন্ন মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে যানবাহন চলাচলের মূল সড়ক হকারমুক্ত রাখা এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা। সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। সভায় সিলেট মেট্রোপলিটন এলাকার সার্বিক নিরাপত্তা, ব্যাংক ও শপিং মলের নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ কমিশনার বলেন, ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল বৃদ্ধি অব্যাহত আছে। হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে, তবে এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। শপিং মলগুলোর সামনে এবং আশপাশে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েনের জন্য বলেন তিনি।

 

অবৈধ পার্কিং বন্ধে সবাইকে সচেতন করার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, নাগরিকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্)বশির আহমেদ, উপ-পলিশ কমিশনার (ডিবি) বি. এম আশরাফ উল্ল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) শাহরিয়ার আলম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ডিজিএফআই সিলেট এর সহকারী পরিচালক মোঃ মামুন সরকার, র্যা ব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ, ৩৪ বীর, বাংলাদেশ সেনাবাহিনী সিলেট প্রতিনিধি, সিলেট সিটি কর্পোরেশন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, সিলেট সিটি কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুস্ ছোবহান, সিভিল সার্জন, সিলেট প্রতিনিধি ডা: আবু সালমান মো: সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট এর উপ-সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি এর কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া, বিআরটিএ এর উপ-পরিচালক মোঃ ডালিম উদ্দিন, সহকারি পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট দেবানন্দ সিনহা, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট এর সভাপতি জামিল চৌধুরী, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমেদ, দোকান মালিক সমিতি সিলেট এর সভাপতি আব্দুর মুনিম মল্লিক মুন্না, দোকান মালিক সমিতি সিলেট এর মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান সমিতি সিলেট এর সেক্রেটারী আব্দুল হাদি পাবেল, কালিঘাট ও মহাজনপট্টি ব্যবসায়ী সমিতি এর সভাপতি, বন্দর বাজার রাজা জিসি মার্কেট ব্যবসায়ী সমিতি এর সভাপতি ডাঃ হেলাল আহমদ, লালদিঘী হকার্স মার্কেট সিলেট এর সভাপতি সামসুল ইসলাম, লালবাজার কাচা মার্কেট সিলেট এর সভাপতি মোঃ আজাদ মিয়া, লালবাজার কাচা মার্কেট সিলেট এর সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের আহমদ খান, কাজীরবাজার মাছ বাজার এর প্রতিনিধি হাজী মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াব আলী মার্কেট কাচাবাজার সোবাহীঘাট সিলেট এর সা: সম্পাদক বুরহান উদ্দিন, ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট সোবহানীঘাট সিলেট এর সভাপতি ছাদ মিয়া, বাস মালিক সমিতি কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট এর সভাপতি আব্দুর রহিম, কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট এর সাধারণ সম্পাদক মোঃ কুনু মিয়া, বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সিলেট এর যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, ট্রাক, কভার্ডভ্যান, মালিক সমিতি সিলেট এর সহ সাধারণ সম্পাদক মোঃ শফিক নূর, ট্রাক, কভার্ডভ্যান, মালিক সমিতি সিলেট এর যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত মুকুল, ট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়ন সিলেট এর সভাপতি দিলু মিয়া, ট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়ন সিলেট এর জুলহাস হোসেন, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট এর সভাপতি আব্দুল হামিদ ভাসানী, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট এর কার্যকারী সভাপতি মোঃ দিলোয়ার, সিএনজি শ্রমিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধা উপ-পরিষদ, বন্দরবাজার সিলেট এর সেক্রেটারী মোঃ কামরুজ্জামান কামরুল, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার, মালিক সমিতি সিলেট এর সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, লেগুনা, ইউম্যান হুলার চালক, শ্রমিক ইউনিয়ন সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইনছান আলী, ব্যবসায়ী সমিতি লালদিঘীরপাড় শাহিদুল ইসলাম শিপলু, সিলেট জেলা বাস, মিনিবাস এর অর্থ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদদ, সিএনজি মালিক সিমিতি সিলেট এর সহ সভাপতি মোঃ হানিক মিয়া, এলিগেন্ট শপিং মল জিন্দাবাজার সিলেট এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ এর যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, নয়া সড়ক বিজনেস এসোসিয়েশণ এর যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতি এর সাধারণ সম্পাদক মোঃ নাহিদুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ ।

Source link

Leave a Reply

Back to top button