মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদ- থেকে খালাস

সম্পদের হিসাব দাখিল না করার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদ- থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হাসান।
এর আগে ২০১৫ সালে সম্পদের হিসাব দাখিল না করার মামলায় মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দেন আদালত। সেইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ-ের আদেশ দেয়া হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর তৎকালিন বিচারক আবু আহমেদ জমাদার এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে মাহমুদুর রহমান তার সম্পদের বিবরণী দাখিল করেননি। এ অভিযোগ এনে তার বিরুদ্ধে এ মামলা করে দুদক। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার রায় ঘোষণা করা হয়। ওই বছর ১৩ জুন দুদকের তৎকালিন উপ-পরিচালক নূর আহম্মদ বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।

Source link

Exit mobile version