মাস্কের হুঁশিয়ারি, ‘ক্ষমতা ছাড়ুন নাহলে অর্থপাচার মামলায় পড়বেন’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক একটি কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, জেলেনস্কি যদি গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর না করেন, তাহলে তার বিরুদ্ধে অর্থপাচারের মামলা হতে পারে। মাস্ক এও সতর্ক করেছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ হলে জেলেনস্কির ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হবে, এবং সে সময় তার বিরুদ্ধে মামলা হতে পারে।
মঙ্গলবার (৪ মার্চ) ডিসি ড্রাইনো নামে এক আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন। এতে তিনি বলেন, যদি জেলেনস্কি নির্বাচন হেরে যান, তাহলে তার বিরুদ্ধে অর্থপাচারের মামলা হতে পারে এবং তাকে কারাগারে যেতে হতে পারে। তিনি আরও দাবি করেন, জেলেনস্কি শুধুমাত্র নিজের ক্ষমতা রক্ষার জন্য নিরপরাধ ইউক্রেনীয়দের মরতে পাঠাচ্ছেন এবং তাকে স্বৈরশাসক আখ্যা দেন।
এই পোস্টটি শেয়ার করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, এবং তিনি মন্তব্য করেন, “এটা সত্যি। যদিও খানিকটা অরুচিকর হবে ব্যাপারটি, তবে যদি তিনি গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে নির্বাচনের পর তাকে সাধারণ ক্ষমার আওতায় আনা উচিত।” মাস্কের এই মন্তব্যটি বেশ চাঞ্চল্যকর হয়েছে, কারণ এটি ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করছে।
এদিকে, গত ৪ মার্চ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করেন এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে একটি বৈঠকে বসেন। তবে বৈঠকে উত্তেজনা দেখা দেয়, যখন ট্রাম্প জেলেনস্কিকে ইউক্রেনের যুদ্ধ সমাধানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতায় যাওয়ার আহ্বান জানান। এতে জেলেনস্কি উত্তেজিত হয়ে ওঠেন এবং ট্রাম্পকে চ্যালেঞ্জ করেন।
এই বৈঠকটি শেষ হয়ে যাওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যাতে তিনি ইঙ্গিত দেন যে, যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে সরে দাঁড়াতে পারে। মাস্কও ট্রাম্পের ওই পোস্ট শেয়ার করেন, এবং মন্তব্য করেন, “জেলেনস্কি চিরকালীন যুদ্ধ চাইছেন, যা কখনও থামবে না, একে একে আরো প্রাণহানি হবে।”
এভাবে, ইলন মাস্ক ও ট্রাম্পের মন্তব্য ইউক্রেনের পরিস্থিতি এবং জেলেনস্কির বিরুদ্ধে আসা নতুন অভিযোগগুলোকে আরও তীব্র করে তুলেছে। এতে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, যা সামগ্রিকভাবে ইউক্রেন-রাশিয়া সংঘাতের দিকে আরও একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে। তথ্যসূত্র : ফার্স্টপোস্ট