Facebook Bio Status

মাসব্যাপী শিক্ষার্থীদের ইফতার করাবে রাবি প্রশাসন


শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। রমজানের দ্বিতীয় দিনে ইফতারে অংশ নেন অধ্যয়নরত ১২ হাজার শিক্ষার্থী।

সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়।

সরেজমিন দেখা যায়, আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা দলে দলে কেন্দ্রীয় মসজিদে আসতে শুরু করেন। এসময় মসজিদের ভেতরে এবং মসজিদ সংলগ্ন বাগানে ইফতারির জন্য সারিবদ্ধভাবে বসেন তারা। নারীদের জন্য মসজিদের বাগানে আলাদা ইফতারির ব্যবস্থা করা হয়। মসজিদ প্রাঙ্গণে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

মাসব্যাপী শিক্ষার্থীদের ইফতার করাবে রাবি প্রশাসন

ইফতারে অংশ নিয়ে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান বলেন, ‘আজকের আয়োজন অনেক ভালো ছিল। এখানে সবার সঙ্গে ইফতার করতে এসে খুবই ভালো লাগছে।’

আরবি বিভাগের শিক্ষার্থী নয়ন আহমেদ বলেন, ‘গতকালের তুলনায় আজকের আয়োজন অনেক ভালো ছিল। এত মানুষের সঙ্গে আগে কখনো ইফতার করিনি। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে।’

সার্বিক বিষয়ে জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আজ আমরা ১১-১২ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করেছি, যা গতকালের তুলনায় তিনগুণ। রমজানব্যাপী এ আয়োজন চলতে থাকবে।

মাসব্যাপী শিক্ষার্থীদের ইফতার করাবে রাবি প্রশাসন

শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন খান (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

প্রসঙ্গত, প্রথমবারের মতো এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ইফতারির আয়োজন করা হয়েছে।

মনির হোসেন মাহিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button