Facebook Bio Status

মালয়েশিয়ার জোহর রাজ্যে এক বছরে ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার


মালয়েশিয়ার জোহর রাজ্যে গত বছরে ১৩ হাজার ৯৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে এসব অভিবাসীদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে জোহর ইমিগ্রেশন বিভাগ। তারা জানায়, মোট ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। যেখানে ৩০৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়।

ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনো নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন তা নিশ্চিত করতে ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়। মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়। এরপর যাদের কারাদণ্ড হবে তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন

জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্রপথে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহর জুড়ে আইন প্রয়োগ জোরদার করবে।

একই সঙ্গে নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক, বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগে সহায়তাকারীদের বিরুদ্ধেও লড়াই চলবে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।

কেএসআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]



Source link

Back to top button