মান্নত ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠছেন শাহরুখ খান

এ বছরের শেষের দিকে শাহরুখ খান সপরিবারে নতুন ফ্ল্যাটে উঠবেন। তার বাড়ি মান্নত ছেড়ে নতুন ফ্ল্যাটে বসবাস শুরু করবেন। ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মান্নতকে আরও কিছুটা বড় করা হচ্ছে। এর সাথে আরও বেশ কয়েকটি নতুন ফ্লোর যুক্ত করা হচ্ছে। এজন্য ইতিমধ্যে আদালত থেকে শাহরুখ অনুমতিও নিয়েছেন। কিছু সংস্কার কাজ শুরু হয়েছে। এরপর ভারী কাজ শুরু হবে। তখন শাহরুখের এখানে থাকা সম্ভব হবে না। তাই সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন তারা। জানা গেছে, স্ত্রী গৌরী এবং সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন শাহরুখ খান। এই ফ্ল্যাট তিনি প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ভাড়া নিয়েছেন। নতুন ফ্ল্যাটে শুধু খান পরিবারই থাকবে না, তাদের নিরাপত্তাকর্মী ও পরিচারকরাও থাকবেন। এমনকি কিছু অফিসিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন গৌরী ও শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে তাদের ২৪ লাখ রুপি ভাড়া দিতে হবে। সূত্র জানায়, মান্নতের সংস্কার কাজ শেষ হতে দুই বছরের মতো সময় লাগতে পারে। এ সময় পর্যন্ত নতুন ফ্ল্যাটে থাকবেন শাহরুখ।

Source link

Exit mobile version