Facebook Bio Status

মানিকগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্রার্থীদের জয়


মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের সবটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করেছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোট শেষে রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কাইসার ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোকসেদুর রহমান ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি তার প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (১৩৭ ভোট) ও জামায়াত সমর্থিত প্রার্থী আনোয়ার হোসাইনকে (১১৩ ভোট) পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন খান ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হন।

মানিকগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্রার্থীদের জয়

সহ-সভাপতি পদে আব্দুল জব্বার আলী ৩৩৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে শাহনাজ পারভীন বাচ্চা ৩০৬ ভোট, অর্থ সম্পাদক পদে ফারুক মোল্লা ৩৮১ ভোট এবং পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন ৩৪৫ ভোট পেয়ে জয় লাভ করেন।

অন্যান্য পদে ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, নিরীক্ষক ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা নির্বাচিত হন।

নির্বাচনে মোট ৬০৯ ভোটারের মধ্যে ৫৪০ জন ভোট প্রদান করেন। নির্বাচনের পর পরাজিত প্রার্থীরা বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এবং জেলা আইনজীবী সমিতির উন্নয়নে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন।

মো. সজল আলী/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button