
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, একটি মানবিক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জুলাই বিপ্লবে দামাল ছেলেদের আহ্বানে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে তারা এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের যেকোনো চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।
তিনি গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব হলে সাংবাদিকদের সাথে চট্টগ্রাম মহানগর জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়দুল্লাহ, নজরুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস, শামসুজ্জামান হেলালী। মাহফিলে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।