Facebook Bio Status

মাছ চুরির মামলায় ছাত্রদলের দুই নেতা গ্রেফতার


নেত্রকোনার খালিয়াজুরীতে ইজারাকৃত জলাশয়ের মাছ চুরির মামলায় ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় তাদের নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বোয়ালী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, জেলার খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির ইবনে মাসুম ও সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম সাগর।

জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে নগর ইউনিয়নের চেলাপায়া ফিসারিতে গিয়ে বাদীকে গালাগাল করেন অভিযুক্তরা। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১৭ হাজার টাকা ও বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১২ হাজার টাকা। মাছ গুলো ট্রলিতে করে জেলার মদন উপজেলায় নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশে খবর দেন বাদী। পরে খালিয়াজুরী-মদন সড়কের নূরপুর বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাছ জব্দ ও দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ।

মাছ চুরির মামলায় ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

নেত্রকোনার জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, ‘ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। কোনও চাঁদাবাজ, চোর বা দুর্বৃত্তের স্থান ছাত্রদলে নেই। অভিযুক্ত দুই পদধারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খালিয়াজুরির নগর ইউনিয়নে চেলাফাইয়া ফিসারীতে মাছ চুরির অভিযোগ ওঠে। নিয়মিত মাছ চুরি হচ্ছিল। এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি ফিসারী মালিক পারভেজ চৌধুরী বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে সাব্বির ইবনে মাসুম ও মাজহারুল ইসলাম সাগরকে সোমবার রাতে চুরি করা মাছসহ গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button