Status

মাগুরা ডিবি পুলিশ ৬ রোহিঙ্গা আটক

 মাগুরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা কর্তৃক মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে চেকপোস্ট করা কালীন  ২৮ ফেব্রুয়ারী রাত ১২ টাকা ৩০ মিনিটে  শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজারে কক্সবাজার হতে খুলনাগামী সৌদিয়া ও এম. আর পরিবহণে তল্লাশীকালে ০৬ জন যাত্রীকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

তাদের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক তদন্তে জানা যায় উক্ত ০৬ জন যাত্রী কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প হতে পালিয়ে বাংলাদেশের জতীয় পরিচয়পত্র তৈরি করার উদ্দেশ্যে যশোর যাচ্ছিলো। সেসময় তাদের আটক করা হয়।

 

আটক ব্যাক্তিরা হলেন  সানাউল্লা (৩৮, পিতা- মৃত সুলতান আহমেদ, মাতা- মজুদা খাতুন, এফসিএন নং-৫০০২৯১, রোহিঙ্গা ক্যাম্প-১৭ বালুখালী, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার,  মোঃ আইয়ুব (২৬), পিতা- মোঃ নুর হোসেন, মাতা- মৃত লায়লা বেগম, টোকেন নং-জি ৮০০৭৮৮, রোহিঙ্গা ক্যাম্প-১৯, লাম্বাসিয়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার,  রাজিদা বেগম (২০), স্বামী- মোঃ আইয়ুব, পিতা- মোঃ হোসেন আহম্মেদ, মাতা- তৈয়বা, রোহিঙ্গা ক্যাম্প-৯, , থানা- উখিয়া, জেলা-কক্সবাজার  মোঃ হারেজ (১৫), পিতা- নুর হোসেন (পালক বাবা), মাতা- আমেনা খাতুন, রোহিঙ্গা ক্যাম্প- ৫, থানা-উখিয়া জেলা- কক্সবাজার,  মোঃ আরজ (২০), পিতা- মোঃ আব্দুল্লাহ, মাতা- নাছিমা খাতুন, রোহিঙ্গা ক্যাম্প-১৭, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার,  মোঃ এরফান (২৫), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- ফাতেমা বেগম, রোহিঙ্গা ক্যাম্প- ১৩, ঠ্যাংখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। উল্লেখ্য আটক ব্যাক্তিদের মধ্যে  সানাউল্লা (৩৮, পিতা- মৃত সুলতান আহম্মেদ, মাতা- মজুদা খাতুন, এফসিএন নং- ৫০০২৯১, রোহিঙ্গা ক্যাম্প-১৭ বালুখালী, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার ইতোমধ্যেই তার রোহিঙ্গা পরিচয় গোপন করে স্থায়ী ঠিকানা-গ্রামঃ মোদ্রামা ঘোনা, ডাকঘরঃ নাইক্ষ্যাংছড়ি, উপজেলাঃ বান্দরবান সদর, জেলাঃ বান্দরবান এবং বর্তমান ঠিকানা- হোল্ডিং নং- ২৯৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ঠিকানা ব্যবহার করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে।

 

মূলত সানাউল্লা’র নেতৃত্বে আটক অপর ব্যক্তিরা অবৈধভাবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশ্যে যশোর যাওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা, মাগুরা কর্তৃক আটক হয়। আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Source link

Leave a Reply

Back to top button